Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্রসহ ২ ডাকাত আটক

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে আটক করেছে। বিজয়নগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ইসলামপুর ফাঁড়ির পুলিশ উপজেলার হরষপুর ইউনিয়নের কৈইছাপুড়া বিল সড়ক এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে সিদ্দিক মিয়া ও রাস্টু মিয়াকে আটক করে। তাদের বাড়ি ওই ইউনিয়নের কৈইছাপুড়া গ্রামে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ১টি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে হবিগঞ্জ ও বিজয়নগর থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঁচ ওষুধ ব্যবসায়ীর জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলীর নের্তৃত্বে ভেজাল বিরোধী আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওষুধের ৫ জন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। তারা হলেন মোঃ হারুনুর রশীদ, ভক্ত প্রসাদ দেবনাথ, অনুপম দাস, মিটন সাহাজী ও স্বদেশ সরকারকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এছাড়াও বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ