Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগের একাধিক সম্ভাব্য প্রার্থীর দৌড়ঝাঁপ, বিএনপির একক

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম


জিয়ারকান্দি ইউপি উপনির্বাচন
মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, কুমিল্লা উত্তর থেকে : কুমিল্লার তিতাস উপজেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত জিয়ারকান্দি ইউনিয়নের আসন্ন উপনির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আগেভাগেই হাঁকডাক দিয়ে প্রচারণায় নেমে পড়েছেন। গত ৮ নভেম্বর এই ইউনিয়নের চেয়ারম্যান এবং তিতাস যুবলীগের সদস্য সচিব মোঃ মনির হোসেন সরকার ও তার শ্যালক মহিউদ্দিন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন। ফলে এখানে চেয়ারম্যান পদটি শূন্য হয়। গত ইউপি নির্বাচনে সন্ত্রাসীদের হুমকির মুখে এখানে কেউ চেয়ারম্যান প্রার্থী হতে পারেনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনির হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। তিতাসের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এবং আলোচিত জিয়ারকান্দি ইউনিয়নের আসন্ন ইউপি উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে কে মনোনয়ন পাচ্ছেন, তা নিয়ে চলছে আলোচনা-পর্যালোচনা ও বিশ্লেষণ। মনোনয়ন লাভে আ.লীগের সম্ভাব্য প্রার্থীরা দলের ওপর মহলে দৌড়ঝাঁপ করছেন। এদিকে স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, তাদের দল থেকে একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক দুই মেয়াদের সফল চেয়ারম্যান মোঃ এমদাদ হোসেন আখন্দের নাম প্রায় চূড়ান্ত। সাবেক এই বিএনপি দলীয় চেয়ারম্যান এমদাদ হোসেনের নামে এলাকায় কোনো বদনাম নেই। এলাকায় তিনি একজন স্বচ্ছ লোক হিসেবে পরিচিত। সর্বমহলেই তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। জিয়ারকান্দি ইউনিয়নে তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। এলাকায় আর্থ-সামজিক উন্নয়নে অবদান রাখায় দেশের কয়েকটি সংস্থা এমদাদ চেয়ারম্যানকে স্বীকৃতি হিসেবে সনদ প্রদান করেন। এদিকে প্রচারণায় যেসব সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে তারা হলেনÑ ইউনিয়ন আ.লীগ সভাপতি সমাজসেবক আজমল খান, বিশিষ্ট সমাজসেবী আ.লীগ নেতা মোঃ আলী আশরাফ, সমাজসেবক মাওলা সরকার, সারোয়ার সরকার ও মকবুল। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা তারিখ ঘোষণার আগেই গণসংযোগে নেমে পড়েছেন। সম্ভাব্য প্রার্থীরা আগেভাগেই গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের সাথে দেখা করে দোয়া চাইছেন এবং ঘরোয়া ও উঠোন বৈঠক করছেন। সামাজিক অনুষ্ঠানগুলোতে এসব প্রার্থীর উপস্থিতি লক্ষণীয়। তাদের কর্মী-সমর্থকরাও আলাদাভাবে গণসংযোগে নেমেছে। ফলে জমে উঠেছে এখানকার নির্বাচনী মাঠ। এদিকে এবার আ.লীগ থেকে কে মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে দল ও দলের বাইরে আলাপ-আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। সবার দৃষ্টি এখন শাসকদল থেকে কে টিকিট পাচ্ছেন আর আসন্ন উপনির্বাচনে কে হচ্ছেন চেয়ারম্যান। তবে বিশিষ্ট সমাজসেবী আ.লীগ নেতা আলী আশরাফকে দল থেকে মনোনয়ন দেয়ার দাবি উঠেছে আওয়ামী লীগের তৃণমূল থেকে। তিনি দলের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়েও তৃণমূলের নেতা-কর্মীরা বলাবলি করছেন। স্থানীয় রাজনৈতিক অভিজ্ঞ মহলও মনে করছেন, আলী আশরাফ দলীয় মনোনয়ন পেলে বিএনপির প্রার্থী এমদাদের সাথে লড়াই হবে সমানে সমান। তা না হলে যা হবার তাই হবে। এলাকায় আলী আশরাফের যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। তিনিও এলাকায় উন্নয়নমূলক কাজ করেছেন। শাসক দলের প্রার্থীরা একদিকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে মনোনয়ন লাভে দলের ওপর মহলে দৌড়ঝাঁপও করছেন। শাসক দলীয় প্রার্থীরা মনে করছেন দলীয় টিকিট আনতে পারলে লক্ষস্থলে পৌঁছা আর ঠেকায় কে, ‘ছক্কা, বাজিমাত’। এসব ভাবসাব নিয়েই ওই প্রার্থীরা দলীয় মনোনয়নের পেছনে ছুটছেন। তিতাসের রাজনীতিতে গুরুত্বপূর্ণ জিয়ারকান্দি ইউনিয়নের আসন্ন উপনির্বাচনকে ঘিরে সবার দৃষ্টি এখন এদিকেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ