Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলিন্ডার বিস্ফোরণে ৪ বসতঘর ভস্মীভূত

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাইয়ের ওয়াহেদপুরে বসতঘরে সিলিন্ডার স্থাপনের সময় বিস্ফোরণে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত ৮টার সময় উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হক সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকা-ে ভস্মীভূত হয়ে যায় আসিফ উদ্দিনের বসতঘর। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বে ৪টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকা-ে প্রায় নগদ ৩ লাখ টাকাসহ ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মোঃ আব্দুল্লাহ জানান,  সিলিন্ডার বিস্ফোরণে একটি বাড়ির ৪টি বসতঘর ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ