Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অটোরিক্সা-পিকআপ সংঘর্ষে নিহত ২ আহত ৫

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মৌলভীবাজারে রাজনগর উপজেলার মসুরিয়া এলকায় সিএনজিচালিত অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ সিএসজি যাত্রী নিহত হন। এ ঘটনায় আরো ৫ সিএনজি যাত্রী আহত হয়। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঘন কুয়াশার মধ্যে রাজনগর উপজেলার মসুরিয়া এলকায় অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলে ২ জন মারা যায়। পরে আহত ৫ জনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিসার জন্য ভর্তি করা হয়। নিহত ২ জনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতরা হলো- রাজনগর উপজেলার কামারচাক এলাকার আব্দুর রহমানের পুত্র এরশাদ ও একই এলাকার আব্দুর রহিমের পুত্র ছালাম মিয়া। ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। ঘটনাটি নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল ভৌমিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ