রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : কোনো প্রকার বিকল্প ব্যবস্থা না করেই পন্টুনের বেইলি ব্রিজের কাজ করার জন্য বাগেরহাট-শরণখোলা রুটের মোড়েলগঞ্জের পানগুছি নদীতে চলাচলরত ফেরিটি এক সপ্তাহের জন্য সওজ আজ শুক্রবার থেকে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, মোড়েলগঞ্জের পানগুছি নদীর ছোলমবাড়িয়া অংশের ঘাটের বেইলি ব্রিজটি পুরাতন হওয়ায় কিছুটা ঝুঁকিপূর্ণ হয়েছে। বেইলি ব্রিজের কাজ করার জন্য বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ (সওজ) আজ শুক্রবার সকাল ৭টা থেকে কাজ শুরু করবে। ফেরির ইজারাদার কর্তৃপক্ষের প্রতিনিধি মোঃ কবির জানান, এ কাজের জন্য এক সপ্তাহ ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। শরণখোলার বাসিন্দা কেন্দ্রীয় আ.লীগের সহ-সম্পাদক এমডি জামিল হোসাইন জানান, এক সপ্তাহ ফেরি চলাচল বন্ধ থাকার খবরটা খুব দুশ্চিন্তায় ফেলেছে এলাকাবাসীকে। কারণ মুমূর্ষু রোগীকে খুলনায় চিকিৎসা করাতে প্রতিদিন অসংখ্য এম্বুলেন্স যাতায়াত করে। পর্যটন মৌসুম হওয়ায় এখন সুন্দরবনে পর্যটকদের যাতায়াতে এ ফেরি ব্যবহার করা হয়। দূরপাল্লার অন্তত ৫০টি বাস চলাচল করে এ রুটে। কোনো বিকল্প ব্যবস্থা না করে এক সপ্তাহ ফেরি বন্ধ থাকলে এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগের পড়বে, তেমনি উন্নয়ন কাজও বাধাগ্রস্ত হবে। বাগেরহাট সওজ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ এক সপ্তাহ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা স্বীকার করে বলেন, ঘাটের ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বৃহত্তর স্বার্থে এলাকাবাসীকে একটু কষ্ট করতে হবে। কাজ করার জন্য এলাকায় মাইকিংসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।