বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ চার গরু চোরের মধ্যে অজ্ঞাতপরিচয় (২৫) এক জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২ গুলিবিদ্ধসহ আহত তিনজন ঢামেকে চিকিৎসাধীন। এরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর থানার দত্তপাড়া এলাকার মহর আলীর ছেলে রফিকুল (২২), বরগুনার বেতাগি থানার কলাবাছিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল জলিল (২১) ও ঢাকার মুগদা-মান্ডা এলাকার রফিকুল ইসলামের ছেলে শাওন (২২)।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ভোরে একদল চোর গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় র্যাব-১ এর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এতে চার গরু চোর আহত হয়।
পরে র্যাব সদস্যরা তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।