Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহাম্মদপুরের জান্নাতবাগ বস্তি উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরে জান্নাতবাগ-৪০ বস্তি উচ্ছেদ চলমান কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বস্তিবাসী তিনজনের করা এক রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে কোনো ধরনের নোটিশ না দিয়ে উচ্ছেদ কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে  চেয়ে রুলও জারি করেন আদালত। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনকারীদের আইনি সহায়তায় রয়েছে মানবাধিকার ও আইনগত সহায়তাকারী সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ব্লাস্ট নিয়োজিত আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, কয়েক দিন ধরেই উচ্ছেদ কার্যক্রম চলছে। কোনো ধরনের নোটিশ না দিয়েই উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। এ নিয়ে রিটটি করা হয়। আদালত শুনানি নিয়ে ওই আদেশ  দেন। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান তিনি। বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, ২ জানুয়ারি  কোনো ধরনের  নোটিশ ছাড়াই মোহাম্মদপুরের জান্নাতবাগ বস্তি উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ