বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : দেশের ইসলামী ও সমমনা দলসমূহের চলমান সাংগঠনিক অবস্থায় অনেকের পক্ষে এককভাবে কারো পক্ষে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়া সম্ভব নয়। এটা অনুধাবন করতে পেরে সরকার দলীয় জোট ও ২০ দলীয় জোটের বাইরের ইসলামী ও সমমনা দলসমূহ জোটবদ্ধ হয়ে রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রাখার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবছে। এ ভাবনা সামনে রেখে সংশ্লিষ্ট দলসমূহ বিচ্ছিন্নভাবে মতবিনিময় চালিয়ে যাচ্ছে বেশ কিছু দিন যাবত। এসব মতবিনিময়ের ধারাবাহিকতায় একটি বৃহৎ জোট গঠনের বিষয়ে বেশ কয়েকটি দল ইতোমধ্যে আগ্রহ পোষণ করেছে। এ প্রেক্ষিতে আজ কোনো এক সময় সংশ্লিষ্ট দলগুলো চূড়ান্ত মতবিনিময়ে অংশ নেবে বলে জানা গেছে। এ মতবিনিময় অনুষ্ঠান থেকে অতি দ্রুতই সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি জোট গঠনের ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে। এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত একটি দলের এক শীর্ষ নেতার মাধ্যমে জানা গেছে, আজকের মতবিনিময় অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট দলগুলোকে চিঠি দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।