বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কভার্ডভ্যান চালক বাবার পাশে বসে থাকা ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নাদিম হোসেন (৯)। সে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা এলাকার আলমগীর মিয়ার ছেলে।
জানা গেছে, আলমগীর মিয়া ঝিমানোভাব নিয়ে কভার্ডভ্যান (ঢাকামেট্রো ট-১১-৬৪৬৩) চালিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে গতকাল বুধবার ভোর ৬টায় চৌদ্দগ্রামের বিসিক শিল্পনগরী এলাকায় কভার্ডভ্যানটি একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে কভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে চালক আলমগীরের ছেলে নাদিম নিহত হলেও অক্ষত থাকেন তিনি। এসময় আহত হয় নাদিমের চাচাতো ভাই ও গাড়ির হেলপার ইমন হোসেন। চৌদ্দগ্রাম থানার এসআই তারেক জানান, খবর পেয়ে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত কভার্ডভ্যানটি উদ্ধার শেষে থানায় নিয়ে আসি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।