Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগঞ্জে অস্ত্র ও গুলিসহ স্বেচ্চাসেবলীগ নেতা গ্রেফতার

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগঞ্জে দুটি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড গুলিসহ মো. মাসুদ রানা নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের আমজাদ পাটোয়ারীতে গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা ওসির নেতৃত্বে এসআই পংকজ কুমার সাহা, এসআই মোজাম্মেল ও এএসআই মহসিন মিয়া এবং জামাল উদ্দিন নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। মাসুদ রানা ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের আমজাদ পাটোয়ারী বাড়ির নুরুল হকের ছেলে এবং ইছাপুর ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি। রামগঞ্জ থানা পুলিশ মাসুদ রানাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে  গতকাল বুধবার লক্ষ্মীপুর জেল হাজতে প্রেরণ করেছে।
উপজেলা স্বেচ্চাসেবকলীগের আহ্বায়ক মো. সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাসুদের এসব কর্মকা-ের বিষয়ে আমাদের কারো জানা ছিলনা। উপজেলা স্বেচ্চাসেবকলীগ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য চিন্তাভাবনা করছি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নয়নপুর গ্রামে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে ২টি দেশীয় পাইপগানসহ হাতে নাতে গ্রেফতার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ