বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোমস্তাপুর উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে বিএসএফ’র পিটুনীতে আহত এক বাংলাদেশী রাখালকে উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার বিকেলে সীমান্তের ২২২/৪, এস পিলারের নিকট থেকে আহতাবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবক নওগাঁর পোরশা উপজেলার মহাডাঙ্গা গ্রামের লোকমান হোসেনের ছেলে সুমন (১৮)। ১৬,বিজিবি’র রোকনপুর বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার শামসুল হক জানান, স্থানীয়রা ওই যুবককে সীমান্তবর্তী এলাকায় আহতাবস্থায় দেখতে পেয়ে বিজিবি’কে খবর দিলে বিজিবি তাকে উদ্ধার করে বুধবার সন্ধ্যায় রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করে। আটককৃত যুবক সুমন জানায়, তারা কয়েকজন সীমান্তের ওপারে গরু আনতে গেলে ৬০, বিএসএফ’র আর,কে ওয়াদা (ভবানীপুর) ক্যাম্পের সদস্যরা তাকে পিটিয়ে আহত করে সীমান্তে ফেলে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।