Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

টঙ্গীতে তরিকুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মো. তরিকুল ইসলামের সুস্থতা কামনায় গত মঙ্গলবার গাজীপুর জেলার টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি আলহাজ হাসান উদ্দিন সরকার। মাহফিলে দোয়া পরিচালনা করেন ফাউন্ডেশন মসজিদের খতিব মুফতি সাইদুর রহমান। মোনাজাতে আহসান উল্লাহ সরকার  ফাউন্ডেশন ইয়াতিম খানার ছাত্ররা ছাড়াও সাবেক টঙ্গী পৌর মসজিদের খতিব মাওলানা আব্দুর রউফ, টঙ্গী থানা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুস সামাদ, তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্নসম্পাদক তাজুল ইসলাম, টঙ্গী থানা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান নূর, আমির হাজী, মোস্তফা জামান ম-ল, শহীদুল ইসলাম ম-ল, তানশির আহমেদ, আব্দুল হালিম প্রমুখ দলীয় নেতারা শরিক হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ