বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় বাগমারার এমপি এনামুল হক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর নিকট দাখিল করেছেন। জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে দল সমর্থিত অনেক প্রার্থীর পরাজয়ের কারণ খুঁজতে তদন্ত করেছে আওয়ামী লীগ। দলের ৬ সাংগঠনিক সম্পাদক এই তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছেন। গতকাল বুধবার সন্ধ্যে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠেয় দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ বৈঠকে এ সংক্রান্ত রিপোর্ট উপস্থাপন শেষে প্রধানমন্ত্রীর নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্তকারী দল। গত ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত দেশব্যাপী ১৩ জন চেয়ারম্যান প্রার্থী পরাজিত হন। এই নিয়ে দলের ভেতরে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। এক পর্যায়ে পরাজয়ের কারণ ক্ষতিয়ে দেখতে ৬ সাংগঠনিক সম্পাদককে নির্দেশ দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিবাদের কারণে ও টাকার বিনিময়ে ভোটার কেনাবেচার খেলায় রাজশাহীতে দল সমর্থিত প্রার্থী বিদায়ী জেলা পরিষদ প্রশাসক মাহাবুব জামান ভুলু পরাজিত হন। রাজশাহী ৪ আসনের এমপি ইঞ্জি: এনামুল হক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ দল সমর্থিত প্রার্থীর পক্ষে ছিলেন না। তারা বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকারকে সমর্থন করেছিলেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।