Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

গড়াই ও চন্দনা নদী থেকে ড্রেজারে বালু উত্তোলন করায় ৩ জনের কারাদন্ড

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দার বুধবার বিকালে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। গড়াই নদী ও চন্দনা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় পৃথক ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে ৩ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী এস,এম আসলাম জানান, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের চর থেকে শ্রীপুর এলাকার বালু দস্যুরা দীর্ঘদিন যাবৎ অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দার বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম ভুঁইয়া ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালান। অভিযান টের পেয়ে ড্রেজার ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়। পরে বালিয়াকান্দি ইউনিয়নের মৌকুড়ী এলাকায় চন্দনা নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনকালে অভিযান চালিয়ে খোর্দ্দমেগচামী গ্রামের আলাল খানের ছেলে সাজ্জাদ খান (২০), ঢোলজানি গ্রামের মৃত মোমরেজের ছেলে মো. কাছেদ (২০) ও হাকিম মিজির ছেলে মো. মুন্না মিজি (৩০) কে আটক করে। তাদেরকে ভ্রাম্যমান আদালতে বালি ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় প্রত্যেককে ৩ মাস করে কারাদ- প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ