বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরায় আজ বৃহস্পতিবার ফজরের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা। আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে। ইজতেমা উপলক্ষে সরকারি বালক বিদ্যালয়ের মাঠ ও আর্দশ কলেজের দুটি মাঠ প্রস্তুত হয়েছে। তিনটি মাঠে চার উপজেলার প্রায় ৫০-৭০ হাজার মুসল্লি অংশ নেবে বলে আয়োজকরা মনে করছেন। তাছাড়া জেলার জামাতের পাশাপাশি বিদেশি জামাতের মুসল্লিরা অংশগ্রহণ করবেন । ময়দানের জিম্মাদার রুহুল আমিন জানান, দ্বিতীয় বারের মতো মাগুরায় বৃহৎ আকারে অনুষ্ঠিত হচ্ছে তাবলিগ জামাতের জেলা ইজতেমা। গত ২৬ বছর আগে মাগুরায় ছ্টো পরিসরে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ইজতেমা। ইতোমধ্যে বুধবার সকাল থেকে মাঠে জেলার চার উপজেলা থেকে মুসল্লিরা জামাত আকারে আসতে শুরু করেছে। দুই মাস আগে থেকে মাঠ প্রস্তুতের কাজ চলছে। মাঠে জেলার তাবলিগ জামাতের সাথি মুসল্লিরা দিনরাত কষ্ট করছে । মাঠে ইতিমধ্যে বাঁশদিয়ে চটের বস্তার সাহায্যে ছাউনির কাজ সম্পন্ন হয়েছে। মুসল্লিদের অযু ও গোসলের জন্য পর্যাপ্ত পানি ও পয়:নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য মাগুরা পুলিশ সুপার মো: মুনিবুর রহমানের নেতৃতে পুলিশ কন্টোল রুম বসানো হয়েছে । তিন দিনব্যাপী ইজতেমায় নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা কাজ করবে। তাছাড়া অসুস্থ মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সিভিল সার্জন কতৃক মাঠে মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।