বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : স্বাধীনতা শৃঙ্খলিত, গণতন্ত্রকে বুটের তলায় পিষে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন জাগপা ছাত্রলীগ নেতারা। সংগঠনটির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার আসাদ গেইটে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা একথা বলেন। দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, যুগ্ম- সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, মিনহাজ প্রধান রাব্বী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ফারুকী, প্রচার সম্পাদক আবু নাঈম, রংপুর মহানগর সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। কিন্তু আফসোস আওয়ামী নেতৃত্বের বেঈমানি ও মুনাফেকির কারণে লাখো শহীদের স্বাধীনতা আজ শৃঙ্খলিত। গণতন্ত্রকে বুটের তলায় পিষে ফেলা হয়েছে। তাই জাতীয়তাবাদের নতুন দিক জাগপা ছাত্রলীগ। এ আওয়াজ তুলে সংগঠনের নেতা ও কর্মীদের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম চালিয়ে যেতে হবে। নেতৃবৃন্দ সব দেশপ্রেমিক ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।