বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নড়াইল জেলা সংবাদদাতা : ছাত্রলীগ কর্তৃক নড়াইল ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষকে লাঞ্ছিতের অভিযোগে দু’দিন ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্তসহ প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছে। কলেজ সূত্রে জানা যায়, কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিভিন্ন অনৈতিক দাবি প্রত্যাখান করায় অধ্যক্ষ মুহম্মদ সামাদ উল্লাহ মজুমদারকে লাঞ্ছিত করার অভিযোগে এসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ২টার দিকে শিক্ষক মিলনায়তনে কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে শিক্ষকদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার ও বৃহস্পতিবার ক্লাস বন্ধ থাকবে। এদিকে, এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করবেন শিক্ষকেরা।
কলেজের শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদ আহম্মদ স্বাক্ষরিত সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে অফিস চলাকালীন সময়ে ছাত্রনেতা পলাশসহ তার দু’জন সহযোগী অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে (অধ্যক্ষ) অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এছাড়া অধ্যক্ষকে আজকের (বুধবার) মধ্যে কলেজ ছাড়ার হুমকি দেয়া হয়। এ ঘটনায় বুধবার কলেজে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বৃহস্পতিবারও ক্লাসবর্জনসহ পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর বরুন কুমার বিশ্বাসকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।
এ ব্যাপারে অভিযুক্ত ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পলাশ বলেন, হোস্টেলের সমস্যা নিয়ে স্যারের সাথে কথা বলতে যাই। স্যারকে গালিগালাজ করেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।