Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিরাজগঞ্জে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে অজ্ঞাত প্রতিবন্ধী যুবতী

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : শরীরের বিভিন্ন স্থানে পোড়া ক্ষত নিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালের বারান্দায় মৃত্যুর সাথে লড়ছে অজ্ঞাত এক প্রতিবন্ধী যুবতী (১৮)। ১৮ দিন ধরে ওই হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের বারান্দায় পড়ে থাকলেও তার পরিবারের খোঁজ মেলেনি এখনও। সে কথা বলতেও পারে না। এতে বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিকেলে হাসপাতালে গিয়ে জানা যায়, গত ১৭ ডিসেম্বর দুপুরে উক্ত হাসপাতালে ভর্তি করা হয় ওই অজ্ঞাত প্রতিবন্ধী যুবতীকে। হাসপাতালে রেজিস্ট্রার বইতে বাহক হিসেবে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার বাস শ্রমিক আব্দুল মান্নানের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে বাস শ্রমিক আব্দুল মান্নান জানান, গত ১৬ ডিসেম্বর রাতে যাত্রীবাহী একটি বাস থেকে অজ্ঞাত যুবতীকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে ফেলে রাখা হয়। ১৭ ডিসেম্বর সকালে কড্ডার মোড়ে তাকে ঘিরে উৎসুক জনতা ভিড় কর। স্থানীয় লোকজন তার চিকিৎসার জন্য বিভিন্ন ব্যক্তির নিকট থেকে টাকা উত্তোলন করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করে। ওই হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা: জাহিদুল ইসলাম বলেন, মেয়েটির শরীরে পোড়া ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে কেমিক্যাল জাতীয় পদার্থ অথবা গরম পানি দ্বারা তার শরীরের বিভিন্ন স্থানে ঝলসে দেয়া হয়েছে। মেয়েটি কথা বলতে পারে না। তবে তাকে ভালো চিকিৎসা দেয়া হচ্ছে। এখন তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে যাত্রীবাহী একটি কোচ থেকে মেয়েটিকে কড্ডার মোড়ে ফেলে রেখে যায়। পরে শ্রমিকদের সহায়তায় মেয়েটিকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ