বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কলম বিরতি পালন করছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে তারা কোনো ফাইলে সই এবং কাজ করছেন না।
আইডিআরএদের এক কর্মকর্তা জানান, বীমা নিয়ন্ত্রক সংস্থাটিতে অফিসার, জুনিয়ার অফিসার, এমএলএসএস, অফিস সহকারী, গাড়িচালক এবং ক্লিনার পদে ৬৫ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
তিনি বলেন, এদের মধ্যে কেউ ছয় বছর, কেউ পাঁচ বছর ধরে কাজ করছেন। সবাই পরীক্ষা দিয়ে এসেছেন। কিন্তু আজ পর্যন্ত আমাদের স্থায়ী করা হয়নি। কথায় কথায় আমাদের চাকরি চলে যায়। ইতোমধ্যে তিনজনকে চাকরিচ্যুত করা হয়েছে। আর সাতজনকে চাকরিচ্যুত করা হবে বলে শোনা যাচ্ছে।
তিনি আরো বলেন, দেড় বছর ধরে সরকার ঘোষিত জাতীয় বেতন স্কেল বাস্তবায় না করায় চেয়ারম্যানের কাছে একাধিকবার আবেদন করেছি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। যোগাযোগ করা হলে আইডিআরএদের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি তানিয়া আরিফিন বলেন, সরকার ঘোষিত জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে আমরা কলম বিরতি পালন করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।