রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেত্রী আলেয়া বেগমের বিরুদ্ধে ৪০টি ভূমিহীন পরিবারের বসতবাড়ী উচ্ছেদের চেষ্টা ও ২৫৬ শতক হিন্দু সম্প্রতি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে ভূমিহীন পরিবারের মহিলারা এমপি সেলিম ওসমানের কাছে প্রকাশ্যে অভিযোগ করেন। এমপি সেলিম ওসমান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবীবকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। ভূমিহীনরা জানান, তারা প্রায় ৬০ বছর যাবৎ সরকারের কাছ থেকে লীজ নিয়ে প্রতি বছর নিয়মিত খাজনা পরিশোধ করে বসবাস করে আসছেন। কয়েক দিন হঠাৎ বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম দলীয় প্রভাব খাটিয়ে এবং নারায়ণগঞ্জের ৯৬৭৫ নং একটি দলিল দেখিয়ে ভূমিহীনদের বসতবাড়ি থেকে উচ্ছেদের চোষ্টা করে। ভূমিহীনরা আরও জানান, আলেয়া বেগমের দেখানো মীরকুন্ডি মৌজার নং ৯৬৭৫ দলিলটি ভুয়া। ৯৬৭৫ নং মূল দলিলটি গাজীপুরের অন্য জনের। আলেয়া বেগম ভুয়া দলিলের মূলেই শামিম শাহ নামক ব্যক্তিকে জমির পাওয়ার দিয়ে ভূমিহীনদের বসতভিটা থেকে বিতারিত করার চেষ্টা করে এবং ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা ভূমি আদালতে আব্দুল বাতেন ও ইয়া নবী বাদী হয়ে আলেয়া বেগমের বিরুদ্ধে মামলা করেন। মামলা বিচারাধীন। এ ব্যাপারে সাবেক ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমের সাথে আলাপ করলে তিনি জানান, আমি কোন জায়গাজমি দখল করিনি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।