Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোরের চেতনানাশকে গৃহবধূ নিহত প্রধান আসামি গ্রেফতার

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার তিনচিটা গ্রামের গোলাম কিবরিয়ার বসতঘরে চুরি করতে গিয়ে তার স্ত্রী স্বপ্না বেগমকে হত্যার ঘটনার প্রধান আসামি ওই গ্রামের কবির খানের পুত্র মো: আলম খানকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক আহসান হাবীব তিনচিটা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরে কুমিল্লা আদালতে সিনিয়র জুডেশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আরাফাতের খাস কামরায় ১৬৪ ধারা খুনের জবানবন্দী প্রদান করেন গ্রেফতারকৃত মো: আলম। আদালতের জবানবন্দীতে জানান, গত ২৮ ডিসেম্বর রাত আড়াইটার দিকে বসতঘরে দরজা কেটে ভেতরে প্রবেশ করে ঘুমন্ত গোলাম কিবরিয়া ও তাঁর স্ত্রী স্বপ্না বেগমের নাকে তুলার সাহায্যে অচেতন ওষুধ দিয়ে অজ্ঞান করে ফেলে। এ সময় টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে নেয় তারা। চোরের দল চলে যাওয়ার পর নিহত স্বপ্নার শাশুড়ি বৃদ্ধা আনোয়ারা বেগমের চিৎকারে প্রতিবেশীরা এসে গোলাম কিবরিয়া ও তার স্ত্রী স্বপ্না বেগমকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপ্না বেগমকে মৃত ঘোষণা করেন। দাউদকান্দি থানা পুলিশ স্বপ্না বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত স্বপ্নার স্বামী গোলাম কিবরিয়া বাদি হয়ে গত বৃহস্পতিবার দাউদকান্দি মডেল থানায় ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ