Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের চিনিকলগুলোতে মোবাইল ব্যাংকিং বন্ধের দাবি হাস্যকর -আখ চাষী ফেডারেশন

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : পুরো দেশ যখন ডিজিটাল তখন দেশের ১৫টি চিনিকলে চালু করা মোবাইল ব্যাংকিং বন্ধের দাবি বড়ই হাস্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আখচাষী ফেডারেশনের নেতৃবৃন্দ। সরকারের অংশীদার ওয়াকার্স পার্টির সমাবেশে এবং একজন সংসদ সদস্যের উপস্থিতিতে এমন দাবি অনেক বেদনারও। গতকাল বুধবার বিকেলে নাটোরের সংবাদ কর্মীদের সাথে মতবিনিময়ের সময় আখচাষী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী বাদশা ও সিনিয়র সহ-সভাপতি মোঃ মোসলেম উদ্দিন এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন নাটোর চিনিকল আখচাষী সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক মোঃ ময়েজ উদ্দিন সরকার। এসময় বলা হয়, গত ২ জানুয়ারি নাটোর শহরে সরকারের অংশীদার ওয়াকার্স পার্টির সমাবেশে জনৈক আব্দুল করিম নিজেকে আখচাষী সমবায় সমিতির সভাপতি পরিচয়ে সভাপতিত্ব করলেও তিনি কোন আখচাষীই নন। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে যখন দেশের ১৫টি চিনিকলে মোবাইল ও অনলাইনের মাধ্যমে পুর্জি বিতরণ এবং কৃষকের আখের মূল্য পরিশোধসহ সব ধরনের ভাল উদ্যোগ নিয়েছে কৃষকদের মাঝে এটা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে তখন এসব মানুষের এধরনের বিরোধীতা রহস্যের সৃষ্টি করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ