Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে মৃত্যু

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা : ঈশ্বরদীতে পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে মাছ বিক্রেতা মুকুল মুন্সীর (৪০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে পৌরসভার ভূতেরগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুকুল মুন্সি শহরের পিয়ারাখালী এলাকার মৃত আবু জাফর মুন্সির ছেলে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মাছ ব্যবসায়ী মুকুল তার কয়েকজন বন্ধুসহ ভূতেরগাড়ী এলাকার একটি বড় পুকুর পাড়ে বসে তাড়ি সেবন করছিল। এসময় সিভিল ড্রেসে ঈশ্বরদী থানার দু’জন পুলিশ সেখানে উপস্থিত হলে অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও মুকুল বাঁচার জন্য পুকুরে লাফ দেয়। সাঁতার না জানায় মুকুল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে গ্রামের দু’জন পানিতে নেমে খোঁজার চেষ্টা করেও রাতের অন্ধকারে মুকুলকে পাননি। ততক্ষণে মুকুল গভীর পানিতে তলিয়ে যায়। পরে ঈশ্বরদী ও রাজশাহীর দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে রাত ১২টায় পুকুরের গভীর তলদেশ থেকে মুকুলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ঘটনাস্থল রাতেই পরিদর্শন করেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার জানান, পুকুরপাড় হতে তাড়ি ছাড়াও কিছু দেশি মদও উদ্ধার হয়েছে। মুকুলের লাশ ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার পাবনায় প্রেরণ করা হয়েছে। এদিকে মুকুলের আত্মীয় জনিকে থানায় ডেকে এনে সে মাদক বিক্রেতা ছিল এবং পুলিশের গ্রেফতার এড়াতে মুকুল পানিতে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে একটি লিখিত কাগজে জনির স্বাক্ষর নেয়া হয়েছে বলে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ