Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ৩:৩২ পিএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অনুষ্ঠানে মিজান ও রনি গ্রুপ একই সময় একটি র‌্যালি বের করে। র‌্যালিটি চৌরাস্তায় আসার পর পরই দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্লা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

একপর্যায়ে উভয় গ্রুপের কর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়। এসময় পথচারীদের ভয়ে দিকবিদিক ছোটাছুটি করতে দেখা যায়। শহরের দোকান-পাটও বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় মোস্তাকিম নামে একজন গুরুতর আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ