Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান

কক্সবাজার অফিস | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ২:৩৭ পিএম

কক্সবাজার অফিস : কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৭।

আজ বুধবার সকালে মহেশখালী উপজেলার কালারমারছড়ার আঁধারঘোনা পাহাড়ি এলাকায় এ কারখানার সন্ধান পায় র‌্যাব।

ওই কারখানা থেকে ১৫টির বেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।

কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর কালারমারছড়ায় অভিযান চালানো হয়। এ সময় একটি অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। পরে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এখনো অভিযান চলছে। র‌্যাব-৭ এর কার্যালয়ে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ