Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলি সংবাদদাতা সরকারের বিবিধ কার্যক্রম নিয়ে হিলি সীমান্তে ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল জনসভা

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১:২৭ পিএম

হিলি সংবাদদাতা : সীমান্তবর্তী দিনাজপুরের হিলি সীমান্তের হাকিমপুর উপজেলা প্রশাসন, হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেড, উত্তর বঙ্গের বৃহত্তম আজিজিয়া আনোয়ারুল মাদ্রাসা, হিলি পাইলট উচ্চ-বিদ্যালয়, বাংলা-হিলি বাজার বনিক সমিতি, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল জনসভার আয়োজন করে।

আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল জনসভায় সরকারের সফল উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক বিরোধী ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

বিভিন্ন স্থানে আয়োজিত ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল জনসভায় যোগদান করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন, শিক্ষার্থী, হিলি স্থলবন্দরের শ্রমিক কর্মচারীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ