Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে নিহত ২, আহত ৩

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:৫০ পিএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় কপোতাক্ষ নদ খননকারী মেশিন নিয়ে একটি ট্রাক উল্টে পানিতে পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিন জন।

বুধবার (৪ জানুয়ারি) ভোর চারটায় সাতক্ষীরা শহর থেকে ৩০ কিলোমিটার দুরে তালা উপজেলার জেঠুয়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাক চালক রওশন আলি (৩৫) ও শ্রমিক আব্দুল আজিজ (৩০)। রওশনের বাড়ি পাবনা জেলার আমিনপুরের মহেশখোলায় ও আজিজের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। আহতরা হলেন, ট্রাকে থাকা অপর তিন শ্রমিক শাহীন, ফাহাদ ও জসিম।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ট্রাকটি একটি এসক্যাভেটর (নদী খনন মেশিন ) মেশিন নিয়ে তালা উপজেলা সদর থেকে জেঠুয়া অভিমুখে কপোতাক্ষ নদীর তীরে যাচ্ছিল। এসময় ট্রাকটি (ঝালকাঠি স ১১-০০৪৩) উল্টে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও সাতক্ষীরা থেকে যাওয়া ফায়ার সার্ভিসের লোকজন ট্রাকটি তুলে দুটি লাশ উদ্ধার করে। নিহত রওশন ও আজিজের লাশ তালা থানায় আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ