Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

লিটন হত্যার পৃষ্ঠপোষক বিএনপি: হাছান

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জরুল ইসলাম লিটনকে হত্যার পেছনে বিএনপি-জামায়াতের হাত রয়েছে বলে ইঙ্গিত করেছেন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি সাম্প্রদায়িক শক্তি ও জামায়াত এই হত্যাকা- ঘটিয়েছে। আর এই অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি
গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামীলীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি করেন। ড. হাছান বলেন, বিএনপির আমলে আমাদের দলীয় সংসদ সদস্য শাহ এইচ এম কিবরিয়া এবং আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছিল। এসব হত্যাকা-ে বিএনপির নেতারা জড়িত ছিল তা প্রমাণিত। আবার সে সময় জাতীয় সংসদে শোক প্রস্তাবও উঠানো হয়নি। কিন্তু আজ তারা লিটন হত্যাকা- নিয়ে মায়া কান্না করছে। তাদের মুখে মায়া কান্না মানায় না। তদন্তাধীন বিষয়টি সম্পর্কে মন্তব্য করার কারণে তদন্ত প্রভাবিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ দাবি করেন, এতে কোনো প্রভাব পড়বে না। পেট্রোল বোমা ও আগুন সন্ত্রাসে আওয়ামীলীগ জড়িত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে হাছান বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরোশন নির্বাচনে পরাজয়ের মাধ্যমে বিএনপি জনপ্রিয়তা যে তলানিতে তা তারা উপলব্ধি করতে পেরেছে। সেটি থেকে মুক্ত হওয়ার জন্য তারা আওয়ামীলীগের নামে মিথ্যাচার করছে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা মিথ্যাচার না করে জনগণের কাছে ক্ষমা চেয়ে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে এসে দলকে ঢেলে সাজান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ