বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর মালিবাগে ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম রাকিব বখতিয়ার। তিনি আহসান উল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।
রমনা থানার এসআই মেহেদী হাসান জানান, গতকাল সকালের দিকে রাকিব বখতিয়ার মোটরসাইকেল চালিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে মালিবাগ চৌধুরীপাড়ায় আবুল হোটেলের সামনে পৌঁছলে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের মামা শামীম সরকার জানান, রাকিব আহসান উল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিল।
কলেজ ছাত্রের আত্মহত্যা
রাজধানীর মগবাজারের নয়াটোলায় রাশেদ খলিফা নামক এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। রমনা থানার পুলিশ জানায়, সোমবার রাতে নয়া টোলার ১৩৯/৩ নম্বর বাড়ির একটি মেস থেকে রাশেদ খলিফার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই মেসে আরো ৪ জন থাকত। সোমবার সকালে মেসের সবাই কাজে বের হয়ে যায়। রাতে রুমমেট সাইদুল ইসলাম এসে ভিতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় রাশেদ ফ্যানের সাথে চাদর ও গামছা দিয়ে ঝুলে আছে। রাশেদ ওয়ারলেস গেইট এলাকায় কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিংয়ে পড়াশুনা করত। তার বাবার নাম আব্দুল হাকিম। গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার কলাবাড়িয়া গ্রামে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।