Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মতিঝিলস্থ ওয়াপদা ভবন চত্বরে শ্রমিক কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ওয়াপদা ভবন প্রাঙ্গণে গতকাল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ, রেজি: নং বি-১৮৮৭ (সিবিএ)’র উদ্যোগে শ্রমিকনেতা মো: নাসির উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক কর্মচারী স্বার্থবিরোধী নীড বেজড সেট আপ বাতিল, ড্রেজার ক্রয়ে সীমাহীন দুর্নীতির সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান, গাড়ি চালকদের ওভারটাইম চলমান হারে বহাল রাখা, চাকরিচ্যুত কর্মচারীদের পুনর্বহাল, ওয়ার্কচার্জড ও আত্মীকৃত (চুক্তিভিত্তিক) কর্মচারীদের চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে নিয়মিতকরণ, পেনশন ও আনুতোষিক এর জন্যে প্রয়োজনীয় তহবিল ছাড়করণ, ড্রেজার ও এমই পরিদপ্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, প্রবিধানমালা, ২০১৩ এর সকল অসংগতি দূরীকরণ, গাড়িচালক ও বোর্ডের ৪র্থ শ্রেণির সকল পদের বিপরীতে আউট সোর্সিং নিয়োগের বিধান বাতিলসহ সিবিএ কর্তৃক পেশকৃত ৩৬ দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করে অবিলম্বে দাবিসমূহ মেনে নেয়ার আহবান জানিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ মো: সিরাজুল ইসলাম, বিশেষ অতিথিসহ সভাপতি মোল্যা আবুল কালাম আজাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: শাহাবুদ্দিন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও সিবিএ’র বিপ্লবী সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ এবং বাপাউবোর্ড সিবিএর পক্ষ থেকে বোরহান উদ্দিন খান, মো: সিরাজুল হক, এমদাদ কবির ভুইয়া, নুরুল হক, খোরশেদ আলম, মোল্যা আবদুস সাত্তার প্রমুখ নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ