বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। ওই দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথবাক্য পাঠ করানো হবে।
গত ২৮ ডিসেম্বর নির্বাচিতদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করে ইসি। এরপরই স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে শপথ আয়োজনে স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক সংশ্লিষ্টদের এ সংক্রান্ত আমন্ত্রণপত্রও পাঠিয়েছেন। নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাউন্সিলরদের শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন। এই নির্বাচনে একজন মেয়রের সঙ্গে ২৭ সাধারণ কাউন্সিলর ও ৯ সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।