রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে স্থানীয় ভূমিদস্যুরা এক মহিলার পাঁকা দেওয়াল গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ মাসাব এলাকায় এ ঘটনা ঘটে। শুধু তাই নয় জমিতে গেলে ওই মহিলাকে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করা হয়। ভুক্তভোগী ইনি বেগম জানান, তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানার গোপালবাগ এলাকার আনিসুর রহমান লিটনের স্ত্রী। ধার-দেনা করে এক মাস আগে তিনি ও তার ভাই বাবু মিয়া রূপগঞ্জ উপজেলার মাসাব মৌজায় সি.এস. ও এস.এ ৫৮৭, আরএস-৭৫৪ দাগে ৩ শতাংশ জমি ক্রয় করেন। তাদের ক্রয়কৃত জমিতে দেয়াল তৈরী করার সময় একই এলাকা ভূমিদস্যু আব্দুর রহিম, মনু মিয়া, আনিসুল, লুৎফর, আতাউর, মঞ্জুর ও নাসির জমিতে প্রবেশ করে ইনি বেগমের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দিলে জমিতে কোন ধরনের দেয়াল নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুমকি-ধমকি দেয় ভূমিদস্যুরা। ইনি বেগম টাকা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। গতকাল মঙ্গলবার সকালে চাঁদার টাকা না পেয়ে ভূমিদস্যুরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ইনি বেগমের জমিতে প্রবেশ করে পাঁকা দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দেয়। সংবাদ পেয়ে ইনি বেগম দেয়াল ভেঙে দেওয়ার কারণ জিজ্ঞাস করলে ভূমিদস্যুরা জমিতে প্রবেশ করলে ইনি বেগমকে হত্যা করবে হুমকি প্রদান করে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযাগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।