Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাধবপুরে মন্দির ভাঙচুর মামলায় গ্রেফতার ৪

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আদাঐর ইউনিয়নের খিলগাঁও গ্রামে মন্দির ও হিন্দু বাড়ি ঘরে হামলা ও লুটপাটের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে থানার এসআই মমিনুল ইসলাম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো নজরপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে আব্দুস সামাদ, একই গ্রামের আব্দুল মন্নাফের ছেলে ফকরুল ইসলাম, সোনাব আলীর ছেলে আব্দুর রহিম এবং খিলগাঁও গ্রামের হোসেন আলীর ছেলে জুলমত খাঁ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন জানান, নাসিরনগরের ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর রাতে একদল উশৃঙ্খল জনতা খিলগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের মন্দির বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে বিভিন্ন জিনিসপত্র লুট করে নেয়। এ ঘটনায় খিলগাও গ্রামের হরিধন সরকার বাদি হয়ে অজ্ঞাত নামা ২০০/২৫০ জন ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। গ্রেফতার ৪ জনকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ