রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড আনসার রোড এলাকায় চার কৃষক পরিবার বসত বাড়ী বেদখলের আতংকে দিন কাটাচ্ছে। জানা যায়, কেওয়া পূর্ব খন্ড গ্রামের পঙ্গু কৃষক বিগচান, সামসুল হক, নবী হোসেন ও সাইফুল ইসলামগন দীর্ঘ প্রায় ৫০ বছর পূর্বে পৈত্রিক ও ক্রয় সূত্রে জমির মালিক হয়ে বাড়ীঘর নির্মাণ করে ভোগদখল করছেন। সম্প্রতি একই এলাকার ইসলাম উদ্দিন ও তার সহযোগীরা কৃষক পরিবারকে বসতবাড়ী থেকে উচ্ছেদ করে জবর দখল করে নেয়ার চেষ্টা চালিয়ে আসছে। এ ব্যাপারে পঙ্গু কৃষক বিগচান জানান, প্রায় ১০ বছর পূর্বে তিনি পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে আছে। তার এই অসুস্থ্যতার সুযোগে প্রতিপক্ষের লোকজন তার ও অপর ভাইদের বাড়ীঘর দখল করে নেয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে অভিযুক্ত ইসলাম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।