Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়গঞ্জ হাসপাতালে নেবুলাইজার ও সাকার মেশিন সংকটে রোগীদের ভোগান্তি

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জ হাসপাতালে লেবু নেইজার ও সাকার মেশিন সংকটের কারণে ঠান্ড জনিত শ্বাসকষ্ট রোগীরা চিকিৎসা সেবা নিতে এসে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন। ভুক্তভোগী রোগীদের অভিযোগের প্রেক্ষিতে গত শনিবার সরেজমিনে হাসপাতালে গিয়ে জানা যায়, গত ১ সপ্তাহে শ্বাসকষ্টে আক্রান্ত শিশু ও বয়বৃদ্ধ রোগীদের সংখ্যা হাসপাতালে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে ভর্তি রোগী ছাড়াও শ্বাসকষ্টে আক্রান্ত অন্য রোগীরাও নেবুলাইজার ও সাকার মেশিনের মাধ্যমে গ্যাস পুশ ও কফ বের করার জন্য হাসপাতালে আসেন। ৫মাসের শিশু প্রান্ত ও ৩ বছরের শিশু রিয়া মনি শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে এসে কাতরাচ্ছিলো। এ সময় ওই ২ শিশুর মাকে তাদের সন্তানদের বাঁচাতে নেবুলাইজার ও সাকার মেশিনের জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে দেখা যায়।  হাসপাতালের একটি মাত্র নেবুলাইজার মেশিন, তাও আবার মাঝে মধ্যে বিকল হয়ে থাকে। কফ বের করার সাকার মেশিনও নেই। একই সময় একটি নেবুলাইজার মেশিন দিয়ে একাধিক রোগীকে কিভাবে গ্যাস পুশ করবেন। শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় মাঝে মধ্যেই রোগী ও তার স্বজনদের মধ্যে মেশিন নিয়ে কাড়াকাড়ি শুর” হয়। এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত টিএইচএ ডা. মো. মাহমুদুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতালে একটি মাত্র নেবুলাইজার মেশিন থাকলেও কফ বের করার জন্য কোন সাকার মেশিন নেই। এছাড়া শ্বাসকষ্ট জনিত রোগীদের মেশিন ও ওষুধ সংকটের কথা স্বীকার করে চিকিৎসা সেবা নিতে এসে রোগীরা ভোগান্তিতে পড়ছেন বলে তিনি উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ