রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার গোয়ালদী খাঁনবাজার আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় তাদের হামলায় ১০জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাইনউদ্দিন নামের এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার গোয়ালদী খাঁন বাজারে আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসে বসে গল্প করছিল। এ সময় টিপরদী এলাকার বিএনপি নেতা বাপ্পী ও শাহজালানের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী রামদা, লোহার রড, লাঠি, হকিষ্টিক নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় অফিসে থাকা লিটন মিয়া, দিলু মিয়া, শামীম মোল্লা, আলম মিয়া, তাওলাদ ও ইসমাইলসহ ১০জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। এসময় সন্ত্রাসীরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ও চেয়ার, টেবিল ভাঙচুর চালায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারনে অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে তা বলতে পারিনি স্থাণীয়রা। এ ঘটনায় পৌরসভা আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি মাইনউদ্দিন বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদের জানান, আওয়ামী লীগ অফিসে হামলার খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।