Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে দুই কারখানায় আগুন : ১ কিশোর নিহত

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স’মিল ও কাগজের কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় আগুনে পুড়ে জাহিদ নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল (সোমবার) বিকেলে তেঘরিয়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে। এতে মহাসড়কে প্রায় ২ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জানা গেছে মোঃ ইউসুফ মিয়ার কাগজের কারখানার পাশে জাহিদ নামে এক কিশোর বল খেলছিল। বলটি হঠাৎ কাগজের কারখানর চালে পড়ে যায়। এ সময় সে বল আনার জন্য কারখানার চালে উঠলে উপর থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং সাথে সাথেই চালে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই সেই কিশোর জাহিদ মারা যায়। পরে আগুন কাগজের কারখানা থেকে পাশে মোশরাফ মাস্টারের ফাইভ স্টার স’মিলে ছড়িয়ে পড়ে। আগুনে দুইটি কারখানার সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জজ মিয়া জানান, কাগজ কারখানা ও স’মিলে আগুন লাগার সংবাদ শোনার পরে স্থানীয় লোকজন সেখানে দৌড়িয়ে গিয়ে ফায়ার সার্ভিসের লোকজনের পাশাপাশি নিজেরাও আগুন নিভানোর কাজে সাহায্য করে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মঞ্জুরুল হাসান বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে কেরানীগঞ্জের ২টি ইউনিট এবং পোস্তগোলার ৩টি ইউনিট প্রায় ২ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ