Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক এমপি শামছুর রহমানের পঞ্চম মৃত্যুবাষিকী পালিত

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : গতকাল সোমবার বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শামছুর রহমান খান শাহজাহানের পঞ্চম মৃত্যুবাষিকী পালিত হয়েছে। তার মৃত্যুবাষিকী উপলক্ষে শামছুর রহমান খান স্মৃতি পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে। এ উপলক্ষে উপজেলার ছনখোলায় স্থানীয় আওয়ামী লীগ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে । ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এ ছাড়া ধলাপাড়া, সাগরদিঘী ও হামিদপুরেও পৃথক পৃথক অনুষ্ঠান হয়।
শামছুর রহমান খান ১৯৭০, ১৯৭৩ এবং ১৯৮৬ সালে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) থেকে জাতীয় সংসদ সদস্য নিবাচিত হন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাগুনতা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ