Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরাসি প্রেসিডেন্টের সফরকালে বাগদাদে বোমা হামলায় নিহত ৩৫

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের বাগদাদ সফরের সময়েই ইরাকের একটি জনসমাগমস্থলে আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিরাপত্তা ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর নিয়েছে।
নিরাপত্তা সূত্র জানায়, গতকাল বাগদাদের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলী শহর সদর এ আত্মঘাতী গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ৩৫ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুলিশ রয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বাগদাদের কাছে ইরাকি কাউন্টার-টেররিজম সার্ভিস একাডেমি পরিদর্শনের পরই এ হামলার ঘটনা ঘটে। পরিদর্শনের সময়ে সেখানে অবস্থানরত ফরাসি সেনাদের তিনি আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। হামলাটির দায় স্বীকার করেছে আইএস। জঙ্গি সংগঠনটির বার্তা সংস্থা আমাক জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিলেন শিয়া মুসলিমরা।
একই দিনে শিয়াদের পবিত্র শহর বলে পরিচিত নাজাফ শহরেও হামলার ঘটনা ঘটেছে। সদর শহরে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর এ হামলা চালানো হয়। হামলায় সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া গতকাল বাইজি শহরের একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে। এতে চার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে শনিবার দেশটির একটি ব্যস্ত বাজারে দুটি দোকানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২
২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ