Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফের দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এসময় ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যাক্ষ্যদর্শীরা জানায়, গত শনিবার সকাল ১১টার দিকে লোকাল বাসের ভাড়া বেশি নেয়াকে কেন্দ্র করে সরাইল উপজেলার সদরের কুট্টাপাড়া গ্রামের কালু মিয়ার সঙ্গে জেলা সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের মনু মিয়ার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুর পৌনে ১২টার দিকে খাঁটিহাতা ও কুট্টাপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জের ধরে গতকাল সোমবার ফের দুপুর ১২টার দিকে উভয় গ্রামবাসী লাঠি, দা, বল্লম, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে সময় মহাসড়কের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এসময় আতঙ্কে মানুষ দিকবেদিক পালাতে থাকে। পরে সংঘর্ষে মহাসড়কে ছড়িয়ে পড়লে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এর ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, সদর থানা পুলিশ ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোয়া ১টার সংঘর্ষকারীদের সরিয়ে দিলে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়। দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ