রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে স্বামী পরিত্যাক্তা অসহায় এক মহিলাকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তার করছে একটি স্বার্থান্বেষী মহল। শুধু তাই নয় তাকে রাতের আঁধারে কুপিয়ে রক্তাক্ত জখমও করা হয়েছে। বর্তমানে ওই মহিলা মানিকগঞ্জ জেলা সদর সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, উপজেলার চৌহাট ইউনিয়নের চর ভাকুলিয়া গ্রামের আজহার উদ্দিন খানের মেয়ে স্বামী পরিত্যাক্তা এক সন্তানের জননী নিলুফা ওরফে হনুফা সাড়ে ১৮ শতাংশ জমি ক্রয় করে বাড়িঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। উক্ত জমি একই গ্রামের রহম মুন্সি, আব্দুল করিম বাদশা মিয়া, নূরুল আমিন গংরা দখলে নেয়ার জন্য বারবার নানা পাঁয়তারা করে আসছিল। এ ব্যাপারে নিলুফা ওরফে হনুফা গত ২ মাস আগে ধামরাই থানায় একটি সাধারণ ডাইরি করেন। থানায় ডাইরি করায় আরো তারা ক্ষিপ্ত হয়ে উঠে। হনুফার ভাই আব্দুর রহমান জানান, গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা স্বামী পরিত্যাক্তা হনুফা বেগমকে তার শয়ন কক্ষে ঢুকে পায়ের মধ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ওই রাতেই আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিনই ধামরাই থানাধীন কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মহসিন ঘনাস্থল পরিদর্শন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।