বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরায় এক আইনজীবীর দায়ের করা মামলায় অপর এক আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২ জানুয়ারি) সাতক্ষীরার অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান আইনজীবী শরফুদ্দীন আহমেদ এর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ নিজামউদ্দিনকে গত ১৯ অক্টোবর মারধর করেন এড. শরফুদ্দিন আহমেদসহ তার লোকজন।
এ ঘটনায় এড. শেখ নিজামউদ্দিন বাদী হয়ে এড. শরফুদ্দিন আহমেদ, মহিউদ্দীন আহমেদ, শামসুদ্দীন আহমেদসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে ওইদিন সাতক্ষীরা সদর থানায় হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করেন। এ মামলায় তদন্ত কমকর্তা এসআই শরীফ এনামুল হক ২৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সোমবার মামলার ধার্য দিনে আসামি এড. শরফুদ্দিন আহমেদ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।