Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চৌদ্দগ্রামে গুলিভর্তি বিদেশী পিস্তলসহ যুবক আটক

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:৪১ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই রাউন্ড গুলিভর্তি আমেরিকায় তৈরি পিস্তলসহ আহসান উল্যাহ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আহসান উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের ইছাক মিয়ার পুত্র। 

চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভ রঞ্জন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী এলাকায় এএসআই শাহজাহান, এএসআই হিরণ ও এএসআই মাসুদের নেতৃত্বে পুলিশের পৃথক টিম আহসান উল্যাহকে(৩৫) ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে আহসানকে স্থানীয় একটি দোকানের সামনে থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে আমেরিকায় তৈরি ৭.৬৫ এমএম পয়েন্টের একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ