বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রেস বিজ্ঞপ্তি : গত ১ জানুয়ারি (শনিবার) চট্টগ্রাম নগরীর বায়েজিদস্থ গাউছুল আজম সিটিতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স-চট্টগ্রাম এর সুবিশাল জায়গায় হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ) কর্তৃক প্রতিষ্ঠিত কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসা চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ২০১৭ সালের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উপলক্ষে বই উৎসব ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে এ খুশিতে তাদের চোখে-মুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক। মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর। বিশেষ অতিথি ছিলেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ সোলাইমান তালুকদার। প্রধান বক্তা ছিলেন মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা হাতে পাচ্ছে নতুন বই। এটি বড়ই আনন্দের ব্যাপার। কাগতিয়া কামিল এম.এ মাদ্রাসা একটি প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এ মাদ্রাসার রয়েছে একটি গৌরবময় ঐতিহ্য। গাউছুল আজম (রা.)-এর দোয়া ও মাদ্রাসা অধ্যক্ষ মহোদয়ের অক্লান্ত শ্রম, মেধা ও প্রশাসনিক দক্ষতায় কাগতিয়া কামিল এম.এ মাদ্রাসা আজ দেশে যুগোপযোগী আধুনিক দ্বীনি শিক্ষার মডেল হিসেবে দাঁড়িয়েছে। আর এ ঐতিহ্যকে ধরে রাখতে হবে মাদ্রাসার মহানগর ক্যাম্পাসেও। এজন্য শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরও যতœবান ও আন্তরিক হতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাবাজারের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ ওয়াহিদুর রহমান পেশকার, মুহাম্মদ মুজিবল হক চৌধুরী, স্থানীয় গাউছিয়া জামে মসজিদ-এর খতিব মাওলানা মুহাম্মদ আবুল কাশেম, আল জহুর জামে মসজিদ-এর খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, ডেবার পাড় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান প্রমুখ।
পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে নতুন বই, ফুল এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। মিলাদ-কিয়াম শেষে মুনাজাতে মাদ্রাসার উন্নতি ও শিক্ষার্থীদের সফলতা কামনার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।