বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ঐক্যজোটের নেতারা রোহিঙ্গা গণহত্যা বন্ধ করতে ও মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিকভাবে চাপসৃষ্টি করতে বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং ওআইসিসহ বিশ্ব সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন। আল্লামা আতহার আলী (রহ.) মিলনায়তনে ইসলামী সেচ্ছাসেবক সমাজ আয়োজিত “রোহিঙ্গা হত্যা বন্ধে আন্তর্জাতিক উদাসীনতা” শীর্ষক আলোচনা সভায় বক্তাগণ এই আহ্বান জানান। তারা বলেন, সঠিক তদন্তের মাধ্যমে রোহিঙ্গাদের উপর গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুন্ঠন ও গৃহহারা করার বিষয়ে দোষীদেরকে আন্তর্জাতিক আদালতের সম্মুখীন করা, মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে আরাকানের প্রকৃত অধিবাসী হিসাবে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও স্বতন্ত্র আবাসভূমি নিশ্চিত করতে হবে। তারা বলেন, যুক্তরাষ্ট্রসহ অন্যদের উচিৎ মিয়ানমারের উপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করা এবং সেখানে সাংবাদিক ও জাতিসংঘকর্মীদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা। শ্রমিক সমাজের চেয়ারম্যান ও ঐক্যজোটের যুগ্মমহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মাওলানা শওকত আমীন পীর সাহেব বি-বাড়ীয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাও. আব্দুর রকিব অ্যাডভোকেট। বক্তব্য রাখেন মহাসচিব, অধ্যাপক মাও. আবদুল করিম খান, সহকারী মহাসচিব মাও. কামরুজ্জামান রোকন, হাফেজ মাও. ইসমাইল ভূইয়া, মাও. আনোয়ার হোসাইন আনসারী, মাও. ইসমাঈল বোখারী, মাও. মুসাফির নূরুজ্জামান তামিম, মাও. মুহাম্মদ হাসান, মাও. আল-আমিন নাসিরী, মাও. বদরুজ্জামান, মাও. নূরুল হক ইসলামাবাদী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।