Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে সন্ত্রাসী হামলায় ২৫ মহিলা লীগ কর্মী আহত

প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে প্রতিপক্ষের লোকজন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় অন্তত ২৫ জন মহিলা লীগ কর্মীকে লাঠিপেটা করে গুরুতর আহত করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ভোলানাথপুর নিলা মার্কেটে ঘটে এ ঘটনা। কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় ছবি ভাঙচুর করার অভিযোগ করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা।
প্রত্যক্ষদর্শী, আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ করছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা। বই বিতরণ অনুষ্ঠানে বিপুল পরিমাণ মহিলা লীগ নেতাকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিষয়াদি নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলাসহ তার লোকজনের সঙ্গে প্রতিপক্ষ আলমাছ মেম্বারসহ তার লোকজনের বিরোধ চলে আসছিলো।
বই বিতরণের শেষ পর্যায়ে বিকেল ৪টার দিকে আলমাছ মেম্বারের নেতৃত্বে মাসুম মিয়া, আনোয়ার পাগলা, মুজা মিয়া, সিরাজ উদ্দিন সিরাজ, সালাউদ্দিন, কবির হোসেন, সামসুল হক, মজনুসহ ৩০ থেকে ৪০ জনের একদল দেশীয় ও ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে নিলা মার্কেটে অবস্থিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলার কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ দলীয় সাইনবোর্ড ভাঙচুর করা হয়। এক পর্যায়ে হামলায় কার্যালয়ে উপস্থিত মহিলা লীগ কর্মী লাকি বেগম, মনোয়ারা বেগম, রেহেনা বেগম, সাথী আক্তারসহ অন্তত ২৫ জন মহিলা লীগ কর্মী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, হামলা চলাকালীন সময়ে দোকানপাট বন্ধ করে দেয় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী। এতে করে রাজধানীসহ আশ-পাশের এলাকায় আগত নারী-পুরুষ থেকে শুরু করে শিশু-কিশোররা ছুটাছুটি করতে শুরু করেন। দেশীয় ও ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীদের মহড়ায় পুরো নিলা মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রূপগঞ্জ থানার বিপুল পরিমাণ পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ