Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম বিশ্বে অতুলনীয়

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে শিক্ষামন্ত্রী

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব-২০১৭-এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর পরপরই সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একইসাথে এই উৎসব পালিত হয়। প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক তুলে দিতে এ উৎসব আয়োজন করা হয়। ২০১০ সাল থেকে এ উৎসব পালিত হয়ে আসছে। উৎসব উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যপুস্তক প্রস্তুত করা, বিতরণ ও সময়মত সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেয়া শিক্ষাক্ষেত্রে সর্ববৃহৎ কার্যক্রম। পাঠ্যপুস্তক বিতরণের এ কার্যক্রম বিশ্বে অতুলনীয়। শিক্ষামন্ত্রী বলেন, গত বছর ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার বই বিতরণ করা হয়েছিল। এবার ৪ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থীর মাঝে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, এবারই প্রথমবারের মতো ৫টি ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর ভাষায় ৭৭ হাজার ২৮২টি বই ছাপানো হয়েছে। প্রাক-প্রাথমিকের ২৪ হাজার ৬৪১ জন শিক্ষার্থীর মাঝে এ বইগুলো বিতরণ করা হবে। ৫টি জাতি-গোষ্ঠী হচ্ছে মারমা, চাকমা, গারো, সাদ্রি ও ত্রিপুরা। মন্ত্রী বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এবার ব্রেইল পদ্ধতিতেও বই ছাপা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এধরনের ৯৭০৩টি বই দৃষ্টি প্রতিবন্ধী ১২৩১ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করছে। শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষার গুনগতমান বৃদ্ধিই এখন চ্যালেঞ্জ। এ জন্য পরীক্ষা পদ্ধতি সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, নতুন প্রজন্মই বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে যাবে। এজন্য তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান বক্তব্য রাখেন।
পরে মন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। এছাড়া মন্ত্রী আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হাছিবুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষক নির্দেশিকা তুলে দেন।
সঠিকভাবে গড়ে তুলতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান বক্তব্য রাখেন।
পরে মন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। এছাড়া মন্ত্রী আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হাছিবুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষক নির্দেশিকা তুলে দেন।
নড়াইলে বই বিতরণ
নড়াইল জেলা সংবাদদাতা জানান, নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। রবিবার নড়াইল দক্ষিণ পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। জেলা শিক্ষা অফিসার মো: জেছের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মো: হেলাল মাহমুদ শরীফ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন, রওশনারা কবীর লিলি প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হবে’।
নেত্রকোনায় বই উৎসব
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, বছরের প্রথম দিনেই নেত্রকোনা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসব অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মো: মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা আদর্শ বালিকা বিদ্যালয়, দত্ত উচ্চবিদ্যালয়, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মো: ওয়ালীউল্লাহসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়িতেও বই উৎসব উদযাপন
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা জানান, গতকাল জেলার প্রায় সাড়ে ৭শ’ প্রাথমিক বিদ্যালয় এবং ১শ’ ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে এই বই উৎসব উদযাপন করা হয়। বেলা ১১টায় জেলা সদরের পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো: মজিদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
মাগুরা জেলায় ৭৭০ স্কুলে ১১ লাখ বই বিতরণ  
মাগুরা জেলা সংবাদদাতা জানান, মাগুরায় গতকাল রোবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য  দিয়ে জেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের   মাঝে পাঠ্যপুস্তক  বিতরণ করা  হয়েছে ।
মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে মাগুরা জেলা প্রশাসক মুহা: মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক ও  মাধ্যমিক স্তরের এ পাঠ্যবই বিতরণ করেন। মডেল সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল  আমিন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা  আরজু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু নাসির  বাবলু  প্রমুখ।
শরীয়তপুরে বই উৎসব অনুষ্ঠিত
শরীয়তপুর জেলা সংবাদদাতা জানান, শরীয়তপুর জেলা সদরসহ অপর পাঁচ উপজেলায়  সরকারের বিনামূল্যের বই বিতরণ উপলক্ষে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা সদরের পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। বই বিতরণ উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাহমুদুল হোসাইন খান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মাহমুদুল হোসাইন খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।
ঠাকুরগাঁওয়ে বই উৎসব
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। রবিবার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে স্কুল চত্বরে এবং জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতরের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় শহরের বাদুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
কোটালীপাড়ায় বই বিতরণ উৎসব
কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা জানান, শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে গোপলগঞ্জের কোটালীপাড়ায় বই বিতরণ উৎসব শুরু হয়েছে। গত কাল রোববার নতুন বছর ২০১৭ সালের প্রথম দিনে উপজেলার দেব গ্রামে উমাচরন পূর্ণ চন্দ্র উচ্চবিদ্যালয় বই বিতরণ অনুষ্ঠানের প্রধার অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য হাজি মো: কামাল হোসেন এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনোদ বিহারী হালদার, সহকারী শিক্ষক আ: মালেক শিকদার, সূনীতি বসু, কবিতা বাড়ৈসহ অনান্য শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
পাবনায় বই উৎসব পালিত
পাবনা জেলা সংবাদদাতা জানান, ‘নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এ স্লোগানে পাবনায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একসাথে  শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। পাবনা জেলায় ১০৪২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বই বিতরণ হয়। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ১০৮৬টি, মাধ্যমিক বিদ্যালয় ২০২টি, মাদরাসা ১২৯টি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান  ৬টি।
নওগাঁয় পাঠ্যপুস্তক উৎসব
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁ জেলায় মোট ৫৬ লক্ষ ৩৭ হাজার ২শ’ ৯৬টি বই বিতরণের লক্ষমাত্রা নিয়ে বই উৎসব পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় শহরের ৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের এবং ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের নতুন বই বিতরণের মধ্যে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়।
নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক নওগাঁ জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কে ডি সরকারি উচ্চ বিদ্যালয় এবং চক এনায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন শ্রেণির নতুন পাঠ্য পুস্তক বিতরণ করেন।
শেরপুরে বই উৎসব পালিত
শেরপুর জেলা সংবাদদাতা জানান, রোববার শেরপুর জেলার বিভিন্ন স্কুল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উদ্বোধন করা হয়। সকালে শহরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম। এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক, সদর উপজেলার চেয়ারম্যান মো. ছানোয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান বায়োজিত হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে শেরপুর ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠান বিশিষ্ট শিল্পপতি ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো: ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
গফরগাঁওয়ে কোমলমতি শিক্ষার্থীরা খুশি
গফরগাঁও উপজেলা সংবাদদাতা জানান, গফরগাঁও উপজেলা সদরসহ গোটা ১৫টি ইউনিয়নে সরকারী ও বেসরকারী বিভিন্ন বিদ্যালয় এবং মাদরাসাগুলোতে নতুন বছরের প্রথম দিনে কোমলমতি শিশুদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন নতুন বই। নতুন বইয়ের গন্ধে শিশুরাসহ সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীরা খুব খুশী হয়েছে। সকালে নতুন বই বিতরণের কর্মসূচী উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুন্ডু, গফরগাঁও ইসলামিয়া সরকারী হাই স্কুলে। দিঘীরপাড় দারুছ-ছুন্নাৎ নেছারিয়া আলিম মাদরাসা ছাত্রী জান্নাতুল ফেরদৌস জানান, ইংরেজী নববর্ষে নতুন দিনে নতুন বই পেয়ে আমরা খুবই খুশি হয়েছি।
দিঘীরপাড় দারুছ-ছুন্নাৎ নেছারিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল বাশার খান জানান, অত্যন্ত সুন্দর ভাবে বই বিতরণ করেছি।
রাজশাহীতে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব
রাজশাহী ব্যুরো জানায়, বছরের প্রথম দিনেই রাজশাহী নগরীর স্কুলগুলোতে উৎসবের মধ্যদিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব-২০১৭ শুরু হয়েছে। বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।
গতকাল সকালে রাজশাহী কলেজিয়েট স্কুলে জেলা শিক্ষা অফিসের উদ্যোগে ‘পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০১৭’-এর প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর ড. আবদুল মান্নান সরকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী প্রমুখ।
শিক্ষার্থীদের কারো হাতে শোভা পাচ্ছিল নতুন বই, কারো হাতে  বেলুন, কারো হাতে জরির ফিতা। স্কুলমাঠে শুধু যে শিক্ষার্থীরাই এসেছে তা নয়। তাদের সাথে তাদের অভিভাবকরাও এসেছেন। বই পেয়েছে এমন কয়েকজন শিক্ষার্থী বলে, বছরের প্রথম দিন বই পেয়ে তাদের খুব ভালো লাগছে। রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেন, বছরের প্রথম দিন আনুষ্ঠানিকভাবে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছি। এর মাধ্যমে রাজশাহী অঞ্চল থেকে ঝরে পড়া শিক্ষার্থীর হার শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মেয়রের বই বিতরণ
সারাদেশে একযোগে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে নগরীর শিরোইলে অবস্থিত সূর্যকণা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো: নিযাম উল আযীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল খালেকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
নীলফামারীতে বই পেল ৭ লাখ শিক্ষার্থী
নীলফামারী জেলা সংবাদদাতা জানান, বছরের প্রথম দিন নীলফামারীতে হাতে বই পেল জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় সোয়া সাত লাখ শিক্ষার্থী। রোববার সকাল ৯টার দিকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে মাধ্যমিক ও সকাল সাড়ে ১০টার দিকে শহরের শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
এসময় পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্র্মকর্র্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্র্তা মো. সফিকুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্র্মকর্তা দীলিপ কুমার বণিক, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নুর মোহাম্মদ আনিসুল ইসলাম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক জাহেদা বেগম, শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহসান রহিম মঞ্জিল ও প্রধান শিক্ষক শামীমা বেগম  উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জে বই উৎসব
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, নতুন বছরের নতুন সকালে নতুন বইয়ের ঘ্রাণে উৎসব উদযাপন করলো নারায়ণগঞ্জের প্রত্যেকটি স্কুলের শিক্ষার্থীরা। রবিবার ইংরেজী ২০১৭ বর্ষের প্রথমদিনে সকল শিক্ষার্থীদের মাঝে সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ করা হয়। তাইতো নতুন বইয়ের ঘ্রাণ নিতে সকালে সেজেগুজে অভিভাবকদের হাত ধরে শিশুরা দল বেঁধে আসে শিক্ষা প্রতিষ্ঠানে। বছরের প্রথমদিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠে শিক্ষার্থীরা। আর সন্তানদের উচ্ছ্বাসের আনন্দের ছায়া যেন অভিভাবকদের চোখেমুখেও ফুটে উঠে। কেননা, নতুন বছরের শুরুতেই সন্তানদের লেখাপড়ার জন্য বই কিনে দেয়ার যে চাপ পোহাতে হতো অভিভাবকদের সেটা এখন সহ্য করতে হচ্ছে না তাদের।
প্রসঙ্গত, এবছর নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলাধীন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ৭ লাখ শিক্ষার্থীর মাঝে ৫৫ লাখ বই বিতরণ করা হচ্ছে বলে জানান জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মজিব আহম্মেদ।
শেরপুরে পাঠ্যপুস্তক ও ল্যাপটপ বিতরণ
শেরপুর (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, বগুড়ার শেরপুরে হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গতকাল ১ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়ের সভাপতি তারিকুল ইসলাম তারেক।
প্রধান শিক্ষক দানিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও অত্র বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক শিক্ষিকাদের মাঝে বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ করেন প্রধান অতিথি তারিকুল ইসলাম তারেক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ