পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : আজ শেষ হচ্ছে তিনদিনের ডেইরি মৎস্য ও পোষা প্রাণী প্রদর্শনী। ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী পালনে নানা উপকরণের সমাহার নিয়ে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতকি সম্মেলন কেন্দ্রে তিন দিনের এ প্রদর্শনী শুরু হয়। অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) তৃতীয়বারের মতো এ প্রদর্শনীর আয়োজন করে। মেলার পাশাপাশি আয়োজিত এ সংক্রান্ত সেমিনারের মাধ্যমে এ খাতের সাথে সংশ্লিষ্টরা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেয়া হচ্ছে। প্রাণীর বিভিন্ন রোগের সমাধানে পরামর্শ ও চিকিৎসা সেবা এবং এর সমাধানে নানা দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে এ প্রদর্শনীতে। দেশের প্রাণীজ খাতের উদ্যোক্তা, খামারি, পেশাজীবীরা প্রদর্শনীতে অংশ নিয়েছেন। দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।