Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইঁদুরের ওষুধ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : শ্রীপুরে পারিবারিক কলহের জের ধরে ইঁদুরের ওষুধ খেয়ে নাজমিন আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামের মৃত নাজিম উদ্দিনের কন্যা নাজমিন আক্তারের গত ১১ মাস পূর্বে উপজেলার টেপিরবাড়ী গ্রামের হাবিজ উদ্দিন হবির পুত্র নাজমুল হকের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সাথে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। শনিবার রাতে গৃহবধূ তার স্বামীর সাথে ঝগড়া করে ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে বলে স্বামীর বাড়ির লোকজন জানান। এদিকে নিহত গৃহবধূর বড় ভাই জাহাঙ্গীর আলম জানান, স্বামী নাজমুল ও তার পরিবারের লোকজন তার বোনকে গলা টিপে হত্যা করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ