পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : হিজাব পরে ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করা যাবে। এর ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সা¤প্রতিক সময়ে এটিএম জালিয়াতির ঘটনা নিয়ে বুধবার তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একটি ব্যাংক হিজাব পরিহিত অবস্থায় এটিএম ব্যবহার ঠিক হবে কিনা সে বিষয়ে দিকনির্দেশনা চায়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে সুনির্দিষ্টভাবে জানানো হয়েছে, হিজাব পরে ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।